ফ্রান্সে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২

0
208
Print Friendly, PDF & Email

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হঠাত্ বন্যায় গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। বন্যায় বেশকিছু ঘরবাড়ি এবং কয়েকটি গাড়ি ভেসে গেছে। এরকম পরিস্থিতিতে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় দুটি খাল এবং ওউদি নদীর মধ্যবর্তী পর্যটন নগরী ত্রেবেসের বাসিন্দারা এতে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত মাস পর রাতের বেলা কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়। এতে ওইসব এলাকার অনেকে বন্যার কারণে ঘুম থেকে জেগে ওঠে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে। বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা বাড়িতে অবস্থান করছে তাদের বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্যার কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার মন্ত্রিসভা রদবদলের কার্যক্রম স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপ্পে এরই মধ্যে বন্যাকবলিত এলাকা সফর করেছেন। সেখানে তিনি জরুরিসেবা কার্যক্রম তদারকি করেছেন। সাড়ে তিনশ উদ্ধারকর্মী ওইসব এলকায় কাজে বিবিসি

শেয়ার করুন