: বিশ্বজুড়ে আচমকা কিছু সময়ের জন্য বন্ধ ছিল ইউটিউব। বুধবার সকাল থেকে ইউটিউব পেজটি খুললেও তাতে কোনও ভিডিও দেখা বা আপলোড করা যাচ্ছিল না। ফলে সমস্যায় পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, সমস্যাটি এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা দিয়েছিলো। এ সময় কম্পিউটারের ডেস্কটপ থেকে ইউটিউবে প্রবেশ করে সাইটের বিভিন্ন ক্যাটাগরি দেখা গেলেও কোনও ভিডিও দেখা এবং আপলোড করা সম্ভব হচ্ছিলো না। স্মার্টফোন ও ট্যাবেও একই অবস্থা দেখাচ্ছিলো।
ইউটিউবে প্রবেশ করতে না পারায় ব্যবহারকারীদের অভিযোগ নজরে আসে কর্তৃপক্ষের। টুইট বার্তায় ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, ইউটিউব, ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিকে প্রবেশ সমস্যা বিষয়ে আমাদের জানানোর জন্য ইউটিউব ব্যবহারকারীদের ধন্যবাদ। সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।
সাময়িক অসুবিধার জন্য ইউটিউবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
এদিকে সকাল ৯টার দিকে আবারও সচল হয় জনপ্রিয় ভিডিও সাইটটি।
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক