বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করে ড. কামাল হোসেন তার আসল চেহারা প্রকাশ করেছেন। তিনি এক-এগারোর সেনাসমর্থিত সরকার কায়েমের পেছনের মূল ষড়যন্ত্রীদের একজন।
বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ড. কামালের জোটসঙ্গী বিএনপি ২০১৩-২০১৫ সালে আমাদের দেশের মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আরেক জোটসঙ্গী জামায়াত মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের নিরীহ মানুষকে হত্যা-নির্যাতন করেছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আমার মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ও দলের নেতাকর্মীদের ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানোর দায়ে অভিযুক্ত। তাদের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত।
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, তার (ড. কামাল) ইহুদি জামাতা ডেভিড বার্গম্যান যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করেছিলেন এবং এখনও বিরামহীনভাবে আমাদের দেশের বিরুদ্ধে লেখালেখি করে যাচ্ছে। তারা মেয়ে সারা হোসেন ও জামাতা উভয়েই বাংলাদেশের বিষয়ে বিদেশিদের আবার হস্তক্ষেপের পথ তৈরি করতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে।
জয় বলেন, এসব মানুষকে দেখলে বিবমিষা হয়। তাদের কোনও নীতি-নৈতিকতা নেই। তারা অবলীলায় সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছেন এই আশায় যে এভাবে তারা ক্ষমতায় যেতে পারবেন। তারা দেশপ্রেমিক নন, বরং বাংলাদেশ বিরোধী।আরটিভি অনলাইন রিপোর্ট
|