চট্টগ্রামে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

0
148
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মুরাদপুর মোড়ের এক নম্বর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর ইউএনবির।

নিহত অসীম রায় বাবু (২৯) মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। তিনি চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বল গ্রামের গুরুসদয় রায়ের ছেলে।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন।

তারা হলেন- র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমানের ভাষ্যমতে, মুরাদপুর মোড়ের এক নম্বর রেল গেট এলাকায় র‍্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযানে যায়। এ সময় র‍্যাব একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। গাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে অসীম রায় বাবু নামে একজন নিহত হন। এসময় কারের অপর দুজন পালিয়ে যায়।

তিনি আরো জানান, অসীমের গুলিতে র‍্যাব-৭ চট্টগ্রামের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম গুলিবিদ্ধ হন। এছাড়াও আহত হন আরো তিন র‍্যাব সদস্য। তাদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেছে।সংগ্রাম অনলাইন ডেস্ক:

শেয়ার করুন