সন্ধ্যায় নিখোঁজ, রাতে পাওয়া গেল শিশুটির গলাকাটা মরদেহ

0
171
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে আট বছরের এক শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাতের কোনও একসময় শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়।

নিহত শিশুর নাম মিম খাতুন (৮)। সে জালালপুর গ্রামের আহার উদ্দীন খোকার মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা আরটিভি অনলাইনকে জানান, গতকাল সন্ধ্যার পর থেকে মিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে পরিবারের লোকজন পার্শ্ববর্তী মশিয়ার রহমানের পরিত্যক্ত একটি বাড়ির বারান্দায় মিমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে কোটচাঁদপুর থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা পুলিশ জানাতে পারেনি।

নিহতের স্বজনরা ধারণা করছেন টাকা-পয়সার লেন-দেনের কারণে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য রশিদ ও তার লোকজন মিলে এ হত্যা করতে পারে।

পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
ঝিনাইদহ প্রতিনিধি
|

শেয়ার করুন