দেশের চলমান পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য ও জোটের অভ্যন্তরীণ বিষয় এবং কারাবন্দী জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসবে ২০ দলের শীর্ষ নেতারা। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানান।
উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া না নেয়া, নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের জাতীয় ঐক্য প্রক্রিয়া, সরকারবিরোধী আন্দোলন জোরদার করা নিয়ে জোট নেতাদের মতামত নিতে এ বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক