বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলায় যাবজ্জীবন সাজা প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি পৃথক প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর নাসিমন ভবন চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ে নগর বিএনপির সমাবেশে সংগঠনের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণ তারেক রহমানের বিরুদ্ধে সাজানো এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে এ রায় বাতিল না করলে দেশের মানুষ ক্ষোভে ফুঁসে ওঠবে। কারণ কোনো নির্দোষ ব্যক্তিকে মামলায় বেশি দূর যেতে পারবে না এই ফ্যাসিস্ট সরকার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, কাজী বেলাল, সাংগটনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নতুন ব্রীজ মান্নান টাওয়ারস্থ ব্যাংক এশিয়ার সামনে দক্ষিণ জেলা বিএনপির আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, তারেক রহমান ষড়যন্ত্রের শিকার। এ ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত নেই। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি বক্তব্যে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনীত এই মিথ্যা অভিযোগ কখনো প্রমাণ করা যাবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি এনামুল হক এনাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম বুলবুল, প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন, আইন বিষয়ক সম্পাদক এড. মুহাম্মদ কাশেম চৌধুরী প্রমুখ।
উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসু ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, মো. সালাউদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহের, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, নূর মোহাম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: