বরিশাল নদীবন্দর থেকে নৌ চলাচল বন্ধ

0
266
Print Friendly, PDF & Email

ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে বৈরী আবহাওয়ার জন্য বরিশাল নদীবন্দর থেকে দ্বিতীয় দিনের মতো সকল প্রকার নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এ নির্দেশের ফলে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটে ছোট-বড় সকল প্রকার লঞ্চ ও বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী নৌযান, ট্রলার, পণ্যবাহী নৌযান বন্ধ থাকবে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্র্যাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, দেশের প্রায় সর্বত্রই নদীপথে নৌযান বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অফিসের সিগন্যাল অনুযায়ী ঢাকা থেকে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় তিতলীর প্রভাব কেটে গেলে পরবর্তীতে নৌযান চলাচলের সিদ্ধান্ত দেয়া হবে।বরিশাল প্রতিনিধি
|

শেয়ার করুন