আখেরী চাহার শোম্বা ৭ নভেম্বর

0
587
Print Friendly, PDF & Email

বাংলাদেশের আকাশে গতকাল সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার থেকে সফর মাস গণনা শুরু হবে। আগামী ৭ নভেম্বর আখেরী চাহার শোম্বা। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর (পিআর) মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা যায়নি।ইত্তেফাক রিপোর্ট

শেয়ার করুন