নিজের জীবন উৎসর্গ করেছি জনগণের কল্যাণে: প্রধানমন্ত্রী

0
176
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানি না পৃথিবীর কোনো দেশ এত দ্রুত উন্নতি করতে পেরেছে কী না। আমরা এ অসাধ্য সাধন করতে পেরেছি বাংলাদেশের মানুষের জন্য যাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বেশি ভালোবাসতেন এবং তাদের জন্য জীবন উৎসর্গ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশের নানা অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমিও নিজের জীবন উৎসর্গ করেছি এ দেশের জনগণের কল্যাণে। সে সোনার বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখতেন তা নির্মাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

বিডি প্রতিদিন/অনলাইন প্রতিবেদক

শেয়ার করুন