পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0
206
Print Friendly, PDF & Email

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রো-রো (বড়) ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পড়েছেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রো-রো (বড়) ফেরি চলাচল বন্ধ রয়েছে। বন্ধের কারণ জানা যায়নি। কোনও কর্মকর্তাকেও পাওয়া যাচ্ছে না। এ নৌরুটে শুধু ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বুধবার সকাল আটটার দিকে পাটুরিয়া ঘাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ পড়ান, এনায়েতপুরী, খানজাহান আলী, ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা, শাহ পড়ান, ভাষা শহীদ বরকত পাটুরিয়া ঘাটে নোঙর করে রয়েছে। ফলে দুই পাড়েই যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।

বুধবার সকাল আটটার দিকে পাটুরিয়া ঘাট থেকে আড়পাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং দৌলতদিয়া প্রান্তে তিন কিলোমিটার গাড়ির দীর্ঘ লাইন পড়ে।

রাতে আসা নৈশ কোচগুলোকে বুধবার সকাল আটটার পর পার হতে দেখা গেছে। ফলে ফেরি পার হতে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফেরি বন্ধের বিষয় জানতে নৌ কর্মকর্তাদের বারবার মুঠোফোনে কল করা হলেও তাদের পাওয়া যায়নি।মানিকগঞ্জ প্রতিনিধি
|

শেয়ার করুন