‘ইয়াহু মেসেঞ্জার’ বন্ধের মাত্র তিন মাসের মধ্যে নতুন মেসেজিং অ্যাপ এনেছে ইয়াহু। অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম চলা সব ডিভাইসে চলবে ‘ইয়াহু টুগেদার’।
বন্ধুদের সঙ্গে বার্তা ও ছবি বিনিময়ের পাশাপাশি জিআইএফ, বিভিন্ন তথ্যের লিংক ও নিজের অনুভূতিও প্রকাশ করা যাবে অ্যাপটিতে। শুধু তা-ই নয়, নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে আগ্রহীরা বড় গ্রুপ তৈরি করে আড্ডাও দিতে পারবেন।
অ্যাপটিতে রয়েছে ‘স্মার্ট রিমাইন্ডার’ সুবিধাও। ফিচারটি কাজে লাগিয়ে জন্মদিন বা বিশেষ কোনো মুহূর্তের বার্তাগুলো আগে থেকেই লিখে রাখা যাবে। অর্থাৎ রাত ১২টা পর্যন্ত জেগে থেকে বন্ধুদের শুভেচ্ছাবার্তা পাঠানোর প্রয়োজন হবে না; যেকোনো সময় বার্তা লিখে ‘রিমাইন্ডার’ দিলেই সময়মতো নির্দিষ্ট বন্ধুর কাছে পৌঁছে যাবে বার্তাটি। চাইলে একসঙ্গে একাধিক ব্যক্তিকেও এ ধরনের বার্তা পাঠানো যাবে।
ইয়াহু অ্যাকাউন্ট কাজে লাগিয়েই ব্যবহার করা যাবে অ্যাপটি। তবে না থাকলেও চিন্তা নেই, অ্যাপটির যেকোনো ব্যবহারকারীর কাছ থেকে ‘আমন্ত্রণ’ পেলেই হবে। বন্ধুদের পাঠানো এই আমন্ত্রণের সঙ্গে থাকা কোডটি ব্যবহার করেই প্রবেশ করা যাবে অ্যাপটিতে।কালের কণ্ঠ অনলাইন