প্রধানমন্ত্রীর রক্ষাকবচ খালেদা জিয়া: দুদু

0
136
Print Friendly, PDF & Email

দেশকে বর্তমান পরিস্থিতি থেকে শুধু খালেদা জিয়াই উত্তরণ করতে পারেন দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী যেভাবেই ক্ষমতা দখল করে থাকেন না কেন, আপনার রক্ষাকবচ কিন্তু খালেদা জিয়া। খালেদা জিয়াকে মুক্তি দিন। সুষ্ঠু নির্বাচন চাইলে তাকে ছাড়েন।

রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংসদের (জিসাস) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভা ও জিয়া স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা একবারও বলিনি যে নির্বাচনে যাবো না। আমরা বলেছি, আমরা নির্বাচনে যাবো; পাশে আমরা খালেদা জিয়াকে চাই। নির্বাচনে যাবো, এজন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনে আপনারা যেতে চান না। সুষ্ঠু নির্বাচন চান না বলেই নির্বাচন প্রক্রিয়ার সব পথ বন্ধ করে দিয়েছেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ”জেলে যাওয়ার আগেই আমাদের নেত্রী আপনাদের মাফ করে দিয়েছেন। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী বলেন, তিনি আবার মাফ করার কে? আমাদের নেত্রীকে হত্যার উদ্দেশ্যে জেলখানায় নেওয়া হয়েছে। গতকাল (শনিবার) আপনারা লক্ষ্য করেছেন খালেদা জিয়ার কষ্ট-কৃষ্ট একটি চেহারা। কিসের জন্য তিনি জেলে গেছেন? গণতন্ত্রর জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে সুরক্ষা করার জন্য তিনি জেলে গেছেন।”

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, খালেদা জিয়াকে ছেড়ে দিন, যদি ভালো কিছু চান, যদি রক্ষা পেতে চান। বার বার আপনি এবং আপনার দলের সহকর্মীরা বলেছেন, সরকার পরিবর্তন হলে, এক লাখ, কেউ বলছেন দুই লাখ, কেউ বলছেন পাঁচ লাখ, কেউ বলছেন ২০ লাখ লোক মারা যাবে। কেন বলছেন মারা যাবে? কি এমন অপরাধ করেছেন আপনারা?

তিনি বলেন, আইনের শাসনের মধ্যে দিয়েই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এ কথা পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করে না। এই শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

জিসাসের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।

বিডি-প্রতিদিন/নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন