ভেঙে পড়ল বিলবোর্ড; নিহত ৪

0
124
Print Friendly, PDF & Email

৬টি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও তিনটি দুই চাকার যান বিলবোর্ডে চাপা পড়ে

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে ৪০ ফুট উঁচু একটি বিলবোর্ডের ফ্রেম ভেঙে পড়েছে। এ ঘটনায় চার জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার পুনে শহরের জুন্না বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিজ্ঞাপনের জন্য পুনে রেলওয়ে বিভাগের জায়গায় বিলবোর্ডটি রাখা ছিল। শুক্রবার সকালে হঠাৎ বিলবোর্ডটি ভেঙে পড়ে।

৬টি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও তিনটি দুই চাকার যান বিলবোর্ডে চাপা পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এতে দুই রিকশায় থাকা চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

বিলবোর্ডের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।কালের কণ্ঠ অনলাইন

শেয়ার করুন