৬টি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও তিনটি দুই চাকার যান বিলবোর্ডে চাপা পড়ে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে ৪০ ফুট উঁচু একটি বিলবোর্ডের ফ্রেম ভেঙে পড়েছে। এ ঘটনায় চার জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শুক্রবার পুনে শহরের জুন্না বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিজ্ঞাপনের জন্য পুনে রেলওয়ে বিভাগের জায়গায় বিলবোর্ডটি রাখা ছিল। শুক্রবার সকালে হঠাৎ বিলবোর্ডটি ভেঙে পড়ে।
৬টি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও তিনটি দুই চাকার যান বিলবোর্ডে চাপা পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এতে দুই রিকশায় থাকা চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।
বিলবোর্ডের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।কালের কণ্ঠ অনলাইন