গায়েবি মামলাকারীরা ভয়াবহ বিপদ ডেকে আনছেন: ফখরুল

0
168
Print Friendly, PDF & Email

গায়েবি মামলাকারীরা ভয়াবহ বিপদ ডেকে আনছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যতে এসব গায়েবি মামলার তদন্ত হলে চ্যালেঞ্জ করলে সবাই বিপদে পড়বেন।

শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ২০০৯ সাল থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মামলা ৯০ হাজার ৩৪০টি। আসামি ৩ লাখ ৬৫ হাজার। শুধু সেপ্টেম্বর মাসেই গায়েবি মামলা ৪ হাজার ১৮৯টি। আসামি ১৫ হাজার ১২ জন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

বিডি-প্রতিদিন/অনলাইন ডেস্ক

শেয়ার করুন