সরকার গায়েবি মামলাকারীদের বিপদে ফেলছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গায়েবি মামলাগুলো হাস্যকর ব্যাপার। অদ্ভুত কাণ্ড সরকারের একবারও বোধোদয় হচ্ছে না যে এটা করে তারা সবাইকে বিপদে ফেলছেন।”
আজ শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এই কাজগুলোর সঙ্গে যারা জড়িত, যারা এই মামলাগুলো করছেন, ভবিষ্যতে যদি এটাকে চ্যালেঞ্জ করে মামলা করা যায়, তারা সবাই বিপদে পড়বেন।”
এ সময় জনগণকে সঙ্গে নিয়ে ‘সরকারের ষড়যন্ত্র’ মোকাবেলার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ।কালের কণ্ঠ অনলাইন