আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এমন খবর দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে একদমই মুখ খুলছেন না বলিউডের এই ‘লাভ বার্ড’।
মাঝে একটি অনুষ্ঠানে সাংবাদিকরা দীপিকার বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করলে বেশ চটে যান দীপিকা।
বিয়ের ব্যাপারে কথা না বললেও একে অপরের সঙ্গে ঠিকই ঘুরে বেড়াচ্ছেন তারা। বিভিন্ন সময়ে দেশ বিদেশে দেখা গেছে তাদের। এর আগে দুই তারকার চুম্বনের ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু সম্পর্কের বিষয়ে বরাবরই এড়িয়ে গেছেন রণবীর-দীপিকা।
সম্প্রতি একে অপরের হাত ধরে হাস্যোজ্জ্বল রণবীর-দীপিকাকে দেখা গেছে। বিমানবন্দরে হাতে হাত রেখে হাঁটছিলেন তারা। দীপিকার প্রাণ খোলা হাঁসি মুগ্ধ করে ভক্তদের। সাদা পোশাক পরা দীপিকার চোখে ছিল সানগ্লাস। এছাড়া কাঁধে ছিল ব্যাগ। অন্যদিকে রণবীর স্যুট-প্যান্টের সঙ্গে পায়ে পরেছিলেন সাইনিং সুজ।
এই মুহূর্তে রণবীর সিংয়ের হাতে সিম্বা, গলি বয়, তাখত ছবির কাজ রয়েছে। অন্যদিকে দীপিকা মেঘনা গুলজার-এর নাম ঠিক না হওয়া একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করতেন দীপিকা। কিন্তু প্রেমিকের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিতে পারেননি এই অভিনেত্রী। পরে রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। আর রণবীর সিংকে নিয়ে বেশ সুখেই আছেন এক সাক্ষাৎকারে বলেছিলেন দীপিকা।বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|