ভুটানের জালে আরেকটি গোল। বাংলাদেশের মেয়েদের উল্লাস। ছবি : বাফুফে
অ- অ অ+
নিজেদের মাঠে দাঁড়াতেই পারেনি ভুটান। তারা উড়ে গেছে সানজীদা-কৃষ্ণাদের দাপটে। তাদের ৪-০ গোলে হারিয়ে লাল-সবুজের মেয়েরা পৌঁছে গেছে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবলের ফাইনালে। আগামীকাল তারা নেপালের মুখোমুখি হবে সাফের এই বয়সভিত্তিক ফুটবলের প্রথম শিরোপার লড়াইয়ে।
ম্যাচ শুরু হতে না হতেই বাংলাদেশ লিড নেয় সানজীদার এক গোলে। মাঝমাঠ থেকে ডানে উড়ে যাওয়া এক লং বলটি আপাতভাবে নিরীহই ছিল। সেটি পায়ে নিয়ে সানজীদার বক্সে ঢোকারই কথা, এটাই উইঙ্গারের স্বাভাবিক প্রবণতা। সেটা না করে পোস্টের বাইরে থেকে এই ফরোয়ার্ড দুর্দান্ত শট করেন, যা আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পৌঁছে যায় ভুটানের জালে। দ্বিতীয় মিনিটে এমন সুন্দর গোলে রাঙিয়ে বাংলাদেশ খেলা শুরু করে। লাল-সবুজের পাসিং ফুটবল আর ব্যক্তিগত স্কিলের দাপটে স্বাগতিকরা শুরু থেকেই চাপে। স্বাগতিক দর্শকে চাংলমিথাং স্টেডিয়াম অনুপ্রেরণা জোগালেও ভুটানি মেয়ারা প্রতিপক্ষের চাপ সামলাতেই দিশাহারা। প্রথমত পিছিয়ে পড়ার চাপ, তার সঙ্গে গুণ-মানে আগুয়ান সানজীদা-কৃষ্ণাদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠাও কঠিন। রক্ষণ আগলে খেলেও তারা পারছিল না। তাই বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভুটানি গোলরক্ষক। প্রথমার্ধের ইনজুরি টাইমে কৃষ্ণার আরেকটি গোলার মতো শট চমৎকার সেভ করেন তিনি। মিনিট দুয়েক পরই অবশ্য তিনি আত্মসমর্পন করেন, মারিয়া মাণ্ডার কর্নার কিকে গোল করেন অধিনায়ক ইসরাত জাহান মৌসুমী।
মোটামুটি বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলের গোলের লিড নিয়ে সেমিফাইনাল জয়ের পথ তৈরি করে ফেলে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও তারা সেই দাপট বজায় রেখে করে দুই গোল। প্রথমার্ধে গো