মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন লড়াই হবে বাঘে-মোষে

0
126
Print Friendly, PDF & Email

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর-সিংগাইর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে হবে বাঘে-মোষে লড়াই। কে পাচ্ছেন মনোনয়ন এ নিয়ে শুধু বিএনপির নেতাকর্মী-সমর্থকরাই নয়, আন্যান্য দলের নেতাকর্মীরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এ আসনে মনোনয়ন যুদ্ধে রয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

আফরোজা খানম রিতার বাবা সাবেক মন্ত্রী শিল্পপতি হারুনার রশিদ মুন্নু। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের সঙ্গে মানিকগঞ্জ-৩ আসনেও তিনি পুনরায় নির্বাচিত হন। পরে তিনি মানিকগঞ্জ-২ আসনটি ছেড়ে দেন। ওই আমলে হারুনার রশিদ মুন্নুকে দপ্তরবিহীন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। জেলা বিএনপির নেতৃত্বের পাশাপাশি ছিলেন চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। গরিব মানুষকে সহায়তা করে এলাকায় হয়ে ওঠেন জনপ্রিয় ব্যক্তিত্ব।

বাবার পথ অনুসরণ করে বর্তমানে আফরোজা খানম রিতা জেলা বিএনপির সভাপতি। তাঁর সমর্থকদের দাবি, রিতার নেতৃত্বে এবং আর্থিক সহায়তায় বর্তমানে দল চলছে। মামলা-মোকদ্দমায় জড়িত নেতাকর্মীদের দেখভাল তিনিই করেন।

ঠিক উল্টো ভাবে আতাউর রহমান আতার সমর্থকরা। তারা মনে করে, আওয়ামী লীগের আমলে দুই দফায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী হয়ে আতা এরই মধ্যে তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। একসময় তিনি জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন; যদিও রিতার ষড়যন্ত্রের কারণে চার বছর আগে গঠিত জেলা বিএনপির কমিটিতে তাঁকে রাখা হয়নি বলে তাঁর সমর্থকদের দাবি।
কালের কণ্ঠ অনলাইন

শেয়ার করুন