সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া ১১ মাসের শিশু মাইশা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, সিলেটের মোগলাবাজার থানার নৈখাই গ্রামের ফজলু মিয়ার মেয়ে মাইশা আক্তার। গত ২৭ সেপ্টেম্বর ওসমানী হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার বহির্বিভাগ থেকে তাকে চুরি করা হয়। এ ঘটনায় তার মা সুমি বেগম বাদী হয়ে মামলা করেন। এরপর পুলিশ মাইশার খোঁজে মাঠে নামে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর শাহপরান থানার হাতিমবাগে অভিযান চালিয়ে বাদশা মিয়া (২৫) ও ফারজানা আক্তার সাথী (২২) নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাসা থেকে উদ্ধার করা হয় শিশু মাইশাকে। পরে তাদের তথ্যানুসারে নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে শিউলি বেগম (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, ওসমানী হাসপাতাল থেকে মাইশাকে চুরি করে শিউলি। পরে বাদশা ও সাথীর কাছে তাকে বিক্রি করে দেয়।
বিডি প্রতিদিন/নিজস্ব প্রতিবেদক, সিলেট