বরিশালে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

0
124
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বরিশালে পুলিশ বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ ও সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপি’র সহসভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন সহ অন্যান্যরা।

বক্তারা নির্বাচনের আগেই বিএনপি চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পূর্বে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন বিএনপি নেতৃবৃন্দ।

এদিকে বিএনপি’র সমাবেশ উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকা এবং স্মারকলিপি প্রদান উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

বিডি প্রতিদিন/নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেয়ার করুন