বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে প্রবেশ করেছেন তার পরিবারের ছয় সদস্য। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেন তারা।
পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামিম এস্কান্দর, সাইদ এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নি শাহিনা খান জামান, খালেদা জিয়ার ভাতিজা অভিক ইস্কান্দর ও ভাগ্নে ডা. মামুন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।
বিডি প্রতিদিন/নিজস্ব প্রতিবেদক