বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ‘সরকারবিরোধী উসকানি ও পুলিশের কাজে বাধা’ দেওয়ার অভিযোগে গতকাল সোমবার ওই মামলা দায়ের করেন হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গত রবিবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা ‘উসকানিমূলক’ বক্তব্য দেন।
তাদের ওই বক্তব্যের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেদিন রাতে মগবাজার রেলগেইট এলাকায় যান চলাচলে বাধা দেয়, পুলিশের ওপর হামলা চালায় এবং যানবাহন ভাঙচুর করে।
জানা গেছে, এজাহারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, আসামিদের মধ্যে সাতজনকে আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার বিএনপির সাত নেতা-কর্মীকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক প্রত্যকের এক দিনের রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।কালের কণ্ঠ অনলাইন