বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বৃহত্তর ঐক্যে শুধু রাজি নয়, বৃহত্তর ঐক্যের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সামনের কাতারে থাকব। আমাদের নেত্রী ২০১৬ সালে যেসব পয়েন্টে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন, আজ বাম রাজনৈতিক দলগুলোও সেই পয়েন্টগুলো তাদের দাবিতে অন্তর্ভুক্ত করেছে। যুক্তফ্রন্টও একই দাবি করেছে। ড. কামাল হোসেনের ঐক্যপ্রক্রিয়ায় একই দাবি করা হয়েছে। আমাদের সবার দাবি এক। আমরা সবাই একসঙ্গে লড়াই করতে না পারার কোনো কারণ নেই।’
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। খালেদা জিয়া, হাবিব উন নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এই প্রতিবাদসভার আয়োজন করে সম্মিলিত ছাত্র ফোরাম।
নজরুল ইসলাম খান বলেন, ‘ষড়যন্ত্র করে আর পার পাওয়া যাবে না। জনগণ যখন বিপক্ষে চলে যায় তখন কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো আদালতই সরকারকে রক্ষা করতে পারে না। জনগণকে সংগঠিত করে আন্দোলনের পথে এগিয়ে নেওয়ার জন্য, রাজপথে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আয়োজক সংগঠনের নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী সদস্য রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আক্তারুজ্জামান বাচ্চু, মহানগর বিএনপির শহিদুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের সাঈদ হাসান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।কালের কণ্ঠ অনলাইন