আজ জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

0
203
Print Friendly, PDF & Email

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার থেকে। বিভিন্ন শিফটে এ পরীক্ষা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

জানা যায়, পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই ইউনিটের অবশিষ্ট আবেদনকারীদের পরীক্ষা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। একই দিনে (সোমবার) অনুষ্ঠিত হবে আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), ৯ অক্টোবর ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা) ও ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

ভর্তি পরীক্ষার তথ্য ও বিস্তারিত সূচি www.ju-admission.org থেকে জানা যাবে। এ বছর এক হাজার ৮৮৯টি আসন নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৬ হাজার ২৫৮ ভর্তিচ্ছু।জাবি সংবাদদাতা

শেয়ার করুন