শেষ বলে ম্যাচ জিততে এক রান প্রয়োজন ছিল ভারতের। বাংলাদেশের অফ স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদের বলে এক রান নিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের জয় নিশ্চিত করেন ডান-হাতি ব্যাটসম্যান কেদার যাদব। টানটান উত্তেজনার ম্যাচ শেষে এশিয়া কাপের শিরোপা আবারো জিতে নেয় ভারত।
এমন একটি ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের অধিনায়ক রোহিত শর্মা কৃতিত্ব দিলেন বাংলাদেশকে। তিনি বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো দল। আর মাশরাফি তো চিরতরুণ। তবে, এধরনের ম্যাচ জিততে হলে দলের বাকিদেরও ভালো পারফরম করা দরকার ছিল। যাই হোক, তারপরও ওদের কৃতিত্ব দিতেই হচ্ছে।’
মাত্র ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও নাকানিচুবানি খেতে হয়েছে ভারতকে। রোহিত শর্মাও স্বীকার করে নিলেন যে, তার দল শেষ ১০ ওভারে বেশ ঘাবড়ে গিয়েছিল। তিনি বলেন, ‘তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। প্রথম ১০ ওভারে আমাদের কোণঠাসা করে ফেলেছিল। তবে আমরা জানতাম বলটা পুরনো হলেই স্পিনাররা আমাদের ম্যাচে ফেরাবে। তাদের চেপে ধরাটা দারুণ ছিল এবং ক্রমাগত চাপ ধরে রাখাটাই আমাদের ম্যাচে রেখেছে।’
এই আসরে ভারত এসেছিল অন্যতম ফেবারিট হয়ে। যদিও ছিলেন না নিয়মিত অধিনায়ক ও সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ফলে, একটা অদৃশ্য চাপ ছিল ভারতের ওপর। যদিও, সেই চাপ জয় করতে পেরে সন্তুষ্ট রোহিত শর্মা।
তিনি বলেন, ‘আমরা পুরো আসর জুড়েই দারুণ ক্রিকেট খেলেছি এবং শিরোপাটা আমাদের কঠোর পরিশ্রমের ফসল। আমরা পুরো টুর্নামেন্টেই আধিপত্য দেখিয়েছি, যার পুরস্কার এটা। এমন ম্যাচ হতেই পারে, আমি আগেও খেলেছি এমন উত্তেজনাকর ম্যাচ। তবে ছেলেদের কৃতিত্বে আমরা চাপকে জয় করতে পেরেছি। দাঁতে দাঁত চেপে জয়ের বন্দরে পৌঁছানোটা অসাধারণ ছিল।’
অধিনায়ক হিসেবে আরেকটি ট্রফি জিততে পেরে খুশি রোহিত। তিনি বলেন, ‘সব মিলিয়ে সত্যিই আমি খুশি। গোটা টুর্নামেন্টে ভালো খেলেছি। সবাই দুর্দান্ত পারফরম্যান্স করেছি। আর ফাইনালটাও হয়েছে উপভোগ্য। এমন ম্যাচ খেলতে ভালো লাগে। পাল্টা-আক্রমণ সব সময়ই উপভোগ্য।’
অধিনায়কত্বের প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গও। রোহিত শর্মা মনে করেন, দলে ধোনির উপস্থিতি তার জন্য বাড়তি প্রাপ্তি। তিনি বলেন, ‘আমি ধোনি ভাইয়ের থেকে সবসময় শিখছি। অধিনায়ক হিসেবে ধোনি ভাই অসাধারণ। আমি অনেক বছর সামনে থেকে তাঁকে অধিনায়কত্ব করতে দেখেছি। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবে না। যে কোনও পরিস্থিতিতে আমাদের পরামর্শ দিয়েছে।’
আরব আমিরাতের দর্শকদের ধন্যবাদ জানিয়ে রোহিত বলেন, ‘টুর্নামেন্টে কঠোর পরিশ্রমের ফসল হলো এশিয়া কাপ জয়। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ধন্যবাদ জানাতে চাই। ওদের জন্য ম্যাচ জিততে পেরেছি। পাশাপাশি বাংলাদেশ আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আমি দলের ছেলেদের নিয়ে গর্বিত। পাশাপাশি দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। গোটা টুর্নামেন্ট জুড়ে আমাদের সমর্থন করার জন্য।’
এশিয়া কাপ চলাকালে আমিরাতেই ছিলেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না। দলের শিরোপা জয়ে তিনি অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটা একটা দারুণ অনুভূতি আমরা একমাত্র দল যারা সাতবার এশিয়া কাপ জিতল। পরের বছর বিশ্বকাপে আমাদের যা কাজে দেবে।’স্পোর্টস রিপোর্টার