টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নির্বাচনে ডিরেক্টরস গিল্ডে আবারও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ নাট্য নির্মাতা হৃদি হক।
রাজধানীর কাওরান বাজারের বিএফডিসি’তে গতকাল ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। আজ শনিবার দুপুর ৩টায় ফলাফল ঘাষণা করা হয়।
সভাপতি হয়েছেন জনপ্রিয় নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এসএ হক অলিক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নির্মাতা কাওসার চৌধুরী।
আপিল বিভাগের চেয়ারম্যান ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এই কমিটির সদস্য হিসেবে ছিলেন নাট্যজন আবুল হায়াত ও সাইদুল আনাম টুটুল।
নির্বাচনে লড়াই করেছেন ৫২ জন প্রার্থী। তারমধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত লাভলুর প্রতিপক্ষ ছিলেন সৈয়দ আওলাদ। তিনটি সহসভাপতি পদে অ্যালবার্ট খান, জামালউদ্দীন জামাল, চয়নিকা চৌধুরী ও সকাল আহমেদকে পরাজিত করেছেন বদরুল আনাম সৌদ, কচি খন্দকার ও শহীদ রায়হান।বিনোদন প্রতিবেদক :