আওয়ামী লীগ যুবলীগকে প্রস্তুত থাকার নির্দেশ কাদেরের

0
102
Print Friendly, PDF & Email

বিএনপি ও তাদের দোসরদের মূল টার্গেট শেখ হাসিনা। শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। : তিনি বলেছেন, ‘বিএনপি ও তাদের সাম্প্রদায়িক দোসরদের মূল টার্গেট আওয়ামী লীগ নয়। তাদের টার্গেট শেখ হাসিনা। শেখ হাসিনাকে শেষ করে দিতে পারলে তাদের স্বপ্ন পূরণ হবে। তাদের মনে রাখতে হবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট আর ২০১৮ এক নয়। শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে।’ গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর আরামবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িক অশুভ শক্তিকে মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে যুবলীগ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সাড়া না পেয়ে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। দেশ অচল করার হুমকি দিচ্ছে। তাহলে আমরা কি ঘরে বসে ডুগডুগি বাজাবো? যুবলীগ নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেবো। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক শক্তিকে বিজয়ী করবো। আর এটাই প্রধানমন্ত্রীর জন্মদিনে আমাদের শপথ।’ : আগামী বছর শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে উদযাপন করা হবে বলেও তিনি জানান। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত প্রমুখ। :দিনকাল রিপোর্ট :

শেয়ার করুন