নির্বাচনের আগে গণমাধ্যম নিয়ন্ত্রণে ডিজিটাল নিরাপত্তা আইন : মওদুদ

0
103
Print Friendly, PDF & Email

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়াজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহর ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়। : সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের কড়া সমালোচনা করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, এই আইনটা করা হয়েছে নির্বাচনের আগে দুরভিসন্ধিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার জন্য। প্রতারণার জন্য নতুন প্রজন্ম আর আওয়ামী লীগকে ভোট দেবে না দাবি করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে সরকার তাদেরকে সমর্থন জানালেও পরে তাদের সাথে প্রতারণা করেছে। ঠিক একই আচরণ করেছে নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। আগামী নির্বাচনে এই সকল নতুন প্রজন্ম আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। আগামী ৩০ সেপ্টেম্বর রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত জনসভা যে কোনো মূল্যে অনুষ্ঠিত হবে জানান মওদুদ আহমদ। : তিনি বলেন, ২৯ তারিখ তারা (পুলিশ) এমনিতেই বলে দিয়েছে সমাবেশ না করতে। পরে আমরাই পুলিশের কাছে ৩০ তারিখে জনসভার জন্য দাবি জানিয়েছি এবং ইনশাআল্লাহ ৩০ তারিখে জনসভা হবেই। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনে সেনা মোতায়েনের দাবি নিয়ে এই জনসভার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, জনসভা হবেই। : আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেন, ৩০ তারিখ আমাদের জনসভা হবে। গোটা বাংলাদেশের মানুষ আছে আমাদের সাথে। এক আল্লাহ ছাড়া বিএনপিকে ঠেকিয়ে রাখার কেউ নেই। তিনি বলেন, আওয়ামী লীগকে পরাজিত করতে হলে কৌশল নিতে হবে দলের নীতিনির্ধারকদের। আপনাদের কৌশলকে আমরা স্বাগত জানাই। সারাদেশের মানুষ অপেক্ষায় আছে কখন কোন সময় আন্দোলনের ঘোষণা আসবে। সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, সাবিরা নাজমুল, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। : : দিনকাল রিপোর্ট :

শেয়ার করুন