টানা দুইদিন ধরে বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল, দুর্ভোগে যাত্রীরা

0
191
Print Friendly, PDF & Email

নাব্য সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে টানা দুইদিন ধরে বন্ধ রয়েছে ফরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন এই নৌরুটে চলাচলকারী যাত্রীরা।

নাব্য সংকট চরম আকার ধারণ করলে বৃহস্পতিবার রাত ৮টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফেরিগুলো ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে। এতে প্রায়ই এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে ১৮টি ফেরির সবগুলো চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর শুক্রবার সকালে পরীক্ষামূলকভাবে একটি ফেরি স্বল্প পরিসরে যানবাহন নিয়ে ঘাট ছাড়লে তাও কয়েক দফা ডুবোচরে আটকা পড়ে।

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যানবাহন। ফেরি চলাচল বন্ধের ফলে যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে।
মাদারীপুর প্রতিনিধি

শেয়ার করুন