কুমিল্লায় পাঁচ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

0
159
Print Friendly, PDF & Email

কুমিল্লায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জেলার দেবিদ্বার উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ শুক্রবার আশিক নামের এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকার কাজী খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলা সদরের ছোটআলমপুর এলাকার এক রিক্সা চালকের ৫ বছরের মেয়েকে বাসায় একা রেখে বাড়ির বাড়িতে কাজ করতে যায় শিশুটির মা। এ সময় শিশুটি বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী মোহনা আবাসিক এলাকায় গেলে বখাটে যুবক আশিক তাকে দেবিদ্বার-চান্দিনা সড়কের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের পাশের একটি পরিত্যক্ত অফিসে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে মারধরও করা হয়। পরে স্থানীয়রা রাস্তায় রক্তাক্ত দেখতে পেয়ে ওই শিশুকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবা আলম জানান, শিশুটির শরীর থেকে রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির মা জানান, ‘তার মেয়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাকে ২ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। মেয়ের এখনো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়নি, মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে কাজে যাই, টাকার লোভ দেখিয়ে যে পাষন্ড আমার মেয়ের সর্বনাশ করেছে,তার বিচার চাই। ’
বিকালে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ‘ধর্ষণের সাথে জড়িত আশিককে গ্রেফতার করা হয়েছে, সে ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

বিডি প্রতিদিন/কুমিল্লা প্রতিনিধি

শেয়ার করুন