আগামীকাল শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কেন আমরা সংঘাত করব, যদি নৈরাজ্য, নাশকতা হয়, আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। দাঁতভাঙা জবাব দেবে জনগণ।’ অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা আগে ১৪ দলের কর্মসূচি ঘোষণা করেছি, বিএনপি তাদের কর্মসূচি পাল্টে আমাদের জায়গায় কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করবই।’
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এবং একই দিন কক্সবাজারে ন্যাশনাল হোমিওপ্যাথি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতি অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ও তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে।’ তিনি বলেন, ‘জনগণ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী নির্বাচনে তারা আবারও নৌকায় ভোট দেবে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় ঐক্যের কথা বলছে। দেশের ৬৬ শতাংশ মানুষ যে দল ও নেত্রীকে সমর্থন করে, এই বেশির ভাগকে বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য? এটা তো জাতীয়তাবাদী সামপ্রদায়িক ঐক্য। জনতা নয়, নেতায় নেতায় ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনো ভবিষ্যৎ আছে বলে আমরা মনে করি না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো ক্ষমতায় আছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করব না। নির্বাচন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে।’
তিনি বলেন, ‘১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ সারা দেশে গণসংযোগ করা হবে। রাস্তা অবরোধ করে, বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। কিছুতেই জনগণের দুর্ভোগ হতে দেওয়া হবে না। লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধমকি দেবেন, আমরা ঘরে বসে ডুগডুগি বাজাব, তা হবে না।’
অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামীকাল শনিবার মহানগর নাট্যমঞ্চে একই স্থানে ১৪ দল ও বিএনপির কর্মসূচির বিষয়ে বলেন, ‘আমরা আগে ১৪ দলের কর্মসূচি ঘোষণা করেছি। বিএনপি অন্য জায়গা থেকে কর্মসূচি পাল্টে আমাদের জায়গায় কর্মসূচি ঘোষণা করেছে। তারা আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়। আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করবই। তাদের অন্য জায়গায় বা অন্য কোনো দিন কর্মসূচি দিতে বলব।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা খালি মাঠে গোল দিতে চাই না। খেলে জিততে চাই। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, ভোটের খেলায় ফলাফল যা হবে মেনে নেব। তবে খেলতে এসে ফাউল করার চেষ্টা করবেন না। তাইলে লাল কার্ড খাবেন।’
বাংলাদেশ ডিপ্লোমা হোমিওপ্যাথি ডক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। আরো বক্তব্য দেন কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, হোমিওপ্যাথি বোর্ডের সচিব ডা. জাহাঙ্গির আলম প্রমুখ।
নাসিম বলেন, ইউরোপ আমেরিকা ভারতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সংবিধান অনুসারে সেভাবেই নির্বাচন হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারপ্রধান থাকবেন।নিজস্ব প্রতিবেদক