ঢাবির ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি : ১ অভিভাবকসহ ৫ শিক্ষার্থী আটক

0
147
Print Friendly, PDF & Email

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে এক অভিভাবকসহ পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম। প্রক্টর একে এম গোলাম রাব্বানী আরটিভি আনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (শুক্রবার) পরীক্ষা শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে।

এবিষয়ে প্রক্টর বলেন, সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষা শুরুর আগে ৫ জন শিক্ষার্থীকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়েছে৷ এসময় এক জন অভিভাবককেও আটক হয়েছে। আমার টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। তদন্তের স্বার্থে এখনও কারো নাম বলছি না। প্রাথমিকভাবে জানা গেছে এদের সঙ্গে বিরাট একটি চক্র জড়িত। আমরা জানতে পেরেছি বিভিন্ন কোচিং সেন্টারও এই জালিয়াতি চক্রের সাথে জড়িত রয়েছে।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় শুরু হয়।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চলতি বছর ১ হাজার ৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন।

শেয়ার করুন