মেহেরপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সুমন মৃধা (৪৪)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামের কুদ্দুস মৃধার ছেলে।
এই ঘটনায় ট্রাক চালকের সহকারী শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন।
বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাবলু মিয়া জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মেহেরপুরের উদ্দেশে আসছিল। ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে ট্রাকটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সুমন মৃধার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মারাত্মক আহত শামীমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের সহকারী শামীম ট্রাকটি চালাচ্ছিল বলে ধারণা পুলিশের।
মেহেরপুর প্রতিনিধি
|