অনুমতি না পেলেও আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপি সমাবেশ করবে বলে যে ঘোষণা দিয়েছে সেটা নিয়ে দলটিকে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এতো লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি-ধামকি দিলে আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো তা হবে না।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের সহযোগী সংগঠনের এক সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘(বিএনপি) ১০ বছরের ১০ মিনিটও রাস্তায় নামতে পারেনি। এখন আপনি হঠাৎ করে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করতে ব্যর্থতা ডাকার জন্য লাফালাফি করছেন। এতো লাফালাফির পরিণাম শুভ হবে না। হুমকি-ধামকি দিয়ে আন্দোলন করবেন আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো তা হবে না।’
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অাপনারা শান্তিপূর্ণ অান্দোলন করলে কোনো কথা নেই। কিন্তু অান্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে, ভাঙচুর বা অাগুন সন্ত্রাস করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
বিডি-প্রতিদিনঅনলাইন ডেস্ক