মাগুরার শ্রীপুর উপজেলার ঘষিয়াল-চরচৌগাছি গড়াই নদী ভাঙ্গন রোধ কমিটি আয়োজিত শেখ রাসেল গোল্ডকাপ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. ক. অব: নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখরের পৃষ্টপোষকতায় স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন নৌকা বাইচ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
এ সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় মাগুরা জেলার পাশাপাশি কুষ্টিয়া, রাজবাড়ী, গোপালঞ্জ ও ফরিদপুর জেলা থেকে আসা মোট ৯টি নৌকা অংশ নেয়। গড়াই নদীর বুকে ঘষিয়াল থেকে চরচৌগাছি পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নদীর পাড়ে বসে গ্রামীণ মেলা।
নৌকা বাইচ কমিটির আহবায়ক অতিয়ার রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজার-হাজার দর্শক উপস্থিত হন।
বিডি-প্রতিদিন