ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

0
168
Print Friendly, PDF & Email

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসেবে চার কোটি টাকা জমা দেওয়ার ঘটনার অনুসন্ধানে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমসহ ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তারা দুদক কার্যালয়ে আসেন।

অন্য পাঁচ কর্মকর্তা হলেন- বেসরকারি ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, প্রথম ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন, সহকারী ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ ও নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা সুলতানা।

এই অভিযোগের অনুসন্ধানে, গত ৬ মে মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামে কথিত দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের এক ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার বিষয়টির অনুসন্ধানের জন্য ওই দুজনকে তলবের কারণ দেখিয়েছিল দুদক।

উল্লেখ্য, এর আগে তাদের উপস্থিত হওয়ার জন্যে কমিশনের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশ পাঠানো হয়।

শেয়ার করুন