বসুন্ধরা আবাসিকে শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, টিয়ারগ্যাস নিক্ষেপ

0
218
Print Friendly, PDF & Email

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত এ শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অন্তত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৬ আগস্ট ) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। এরপর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। বসুন্ধরা এলাকার ভেতরে যান চলাচল বন্ধ আছে। ভেতরে আটকা পড়েছে কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্ররা ছোট ছোট মিছিল নিয়ে প্রথমে একত্রিত হয়। পরে গ্রামীণফোন অফিসের সামনে থাকাবস্থায় হঠাৎ একদল যুবক হামলা করে। পরে হামলাকারীরা বসুন্ধরার গেটের ভেতরে ঢুকে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।
তবে হামলাকারীরা পুলিশের সঙ্গেই শিক্ষার্থীদের লক্ষ্য করে বাঁশ, রড, লাঠি হাতে ইট-পাটকেল ছুড়ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।

শেয়ার করুন