আমীর খসরু মাহমুদের ফোনালাপে মির্জা ফখরুলের সমর্থন দেয়ায় প্রমাণ করে বিএনপি এই আন্দোলনকে উস্কে দিয়েছে। অবশেষে তাদের থলের বেড়াল মিউ করে বেরিয়ে গেছে। এর ফলে প্রমাণ হলো একটি অরাজনৈতিক আন্দোলনে বিএনপি জড়িত। তার বিভিন্ন কথা বার্তায় তাই প্রমাণিত হয়েছে।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি ও তার দলের দোসররা শিক্ষার্থীদের এ অরাজনৈতিক আন্দোলনের ওপর ভর করে সরকার পতনের ষড়যন্ত্র করছে। শনিবার ও রোববারের হামলার পর এটা প্রমাণিত যে, মির্জা ফখরুল ও তার দল এ হামলায় জড়িত।
তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে যে অপপ্রচার হয়েছে তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল জড়িত রয়েছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের ধানমন্ডির অফিসে হামলার সঙ্গেও বিএনপি জড়িত বলেও দাবি করেন ওবায়দুল কাদের।