রাজনৈতিক দুর্বৃত্তরা মাঠে নেমেছে: মেনন

0
182
Print Friendly, PDF & Email

‘গণপরিবহনের ক্ষেত্রে যে নৈরাজ্য বিরাজ করছিল, কিশোর ছাত্ররা গত কদিন ধরে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা এটাও দেখিয়েছে, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব এবং এটা নির্ভর করে যদি আমরা আইনের যথাযোগ্য প্রয়োগ করি।’ এমনটাই মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ রোববার মন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসায় শান্তিবাগ স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সেকেন্দার আলী।
মেনন বলেন, ‘ছাত্রদের এই আন্দোলন ছিল অনন্য, কিন্তু এই সাফল্য ধরে রাখতে এখন সময় হয়েছে তাদের ফিরে যাওয়ার। কারণ তাদের এই বিজয়কে ছিনিয়ে নিতে রাজনৈতিক দুর্বৃত্তরা ইতিমধ্যে মাঠে নেমেছে এবং হত্যা-ধর্ষণের গুজব ছড়িয়ে এই ছাত্রদের পথভ্রান্ত করতে চেষ্টা করছে। গতকাল আওয়ামী লীগের কার্যালয়ে আক্রমণ ঘটিয়েছে সেই রাজনৈতিক দুর্বৃত্তরা, যেটা বিএনপি-জামায়াত নামে পরিচিত। এখন এই ছাত্রদের আন্দোলনের সফলতার স্বার্থেই তাদের শিক্ষালয়ে ফিরে যেতে হবে।’ শিক্ষক-অভিভাবকদের এ ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানান।
মেনন শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল রাস্তা নয়, শিক্ষা ক্ষেত্রেও সব অসংগতি দূর করতে হবে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ক্লাসে পাঠদান না করা, কোচিংয়ের জন্য কোমলমতি শিক্ষকদের চাপ দেওয়া, বইয়ের বাহুল্য—এসবও দূর করতে হবে। এই ছাত্রদের কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা কর্তৃপক্ষ এবং শিক্ষকেরা তাঁদের যথাযথ ভূমিকা পালন করবেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, সরকার তাদের ৯ দফা দাবি মেনে নিয়েছে এবং এখন তা বাস্তবায়নের জন্য সময় দিতে হবে।

শেয়ার করুন