আগামী জাতীয় নির্বাচন ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কৌশল নিয়ে তৃণমূল নেতাদের মতামত নিতে বৈঠকে বসেছেন দলটির নীতি-নির্ধারকরা।
শুক্রবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলার নেতারা অংশ নিয়েছেন।
বিএনপির সূত্র জানায়, আগামী নির্বাচন নিয়ে জেলার নেতাদের মতামত নেওয়া হবে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে দলের সাংগঠনিক অবস্থা ও দলের মধ্যে কোন্দল আছে কিনা এবং আগামীতে কি ধরনের আন্দোলনের কর্মসূচি চায়— এসব বিষয়ে মতামত নেওয়া হবে। পরবর্তীতে দলের স্থায়ী কমিটির বৈঠক করে সেই অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে।
বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মইন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহদুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।