রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিার্থীর পরিবারের স্বজনদের সমবেদনা জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার সন্ধ্যায় দলটির পাঁচ নেতা নিহত দিয়ার মহাখালীর বাসায় যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত দিয়ার পরিবারকে সমাবেদনা জানাতে প্রতিনিধি দলটি গিয়েছিল বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। : বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, শামসুজ্জামান সুরুজ প্রমুখ। : আমানউল্লাহ আমান জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে আমরা ৫ জন মহাখালীতে দিয়া খানম মীমের স্বজনদের সঙ্গে সাাৎ করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেখানে গেছি এবং তার প থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। : বিএনপির প্রতিনিধিদল প্রথমে তারা মহাখালীর দণিপাড়া এলাকায় নিহত শিার্থী দিয়া খানম মিমের বাসায় যান। এরপর তারা উত্তরার আব্দুল করিম রাজিবের বাসায় যান। তারা দুজনে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। : গত রবিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নুর পরিবহনের বাসচাপায় দুই শিার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১০/১৫ জন শিার্থী। দুর্ঘটনার দিন থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন স্কুল-কলেজের শিার্থীরা।দিনকাল রিপোর্ট