তরুণ কৃষি উদ্যোক্তার আরব খেজুরের পরিকল্পিত বাগান

0
1102
Print Friendly, PDF & Email

তরুণ কৃষি উদ্যোক্তার আরব খেজুরের পরিকল্পিত বাগান
ভালুকার মোতালেবের পর এবার আরো পরিকল্পিতভাবে আরব খেজুরের বাগান গড়ে তুলেছেন গাজীপুরের প্রত্যন্ত গ্রাম আলিমপাড়ার তরুণ কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম বাদল। তার প্রত্যাশা অল্পদিনেই বাংলাদেশকে আরব খেজুরে স্বয়ংসম্পুর্ণ করে তোলা। লেখাপড়া শেষ করে কিছুদিন ব্যবসায় থেকে অবশেষে আবার কৃষিতে ফিরেছে তরুণ উদ্যোক্তা নজরুল ইসলাম বাদল। বাড়ি সংলগ্ন ২০ বিঘা জমিতে ১৬ জাতের আরব খেজুর নিয়ে […]
কৃষি

ভালুকার মোতালেবের পর এবার আরো পরিকল্পিতভাবে আরব খেজুরের বাগান গড়ে তুলেছেন গাজীপুরের প্রত্যন্ত গ্রাম আলিমপাড়ার তরুণ কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম বাদল। তার প্রত্যাশা অল্পদিনেই বাংলাদেশকে আরব খেজুরে স্বয়ংসম্পুর্ণ করে তোলা।

লেখাপড়া শেষ করে কিছুদিন ব্যবসায় থেকে অবশেষে আবার কৃষিতে ফিরেছে তরুণ উদ্যোক্তা নজরুল ইসলাম বাদল। বাড়ি সংলগ্ন ২০ বিঘা জমিতে ১৬ জাতের আরব খেজুর নিয়ে তার ব্যতিক্রমী কৃষি অভিযান পৌঁছে গেছে সাফল্যের দ্বারপ্রান্তে।

বাগান নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার পর খেজুর বাগান গড়তে আগ্রহীদের জন্য বাদল গড়ে তুলেছে নার্সারি।

এমনকি চার বছরের ফলবান ও বহনযোগ্য গাছও রয়েছে নার্সারিতে। লটকন আর কাঁঠাল বাগানের বেষ্টনীর ভেতর শোভা পাচ্ছে বাদলের আরব খেজুরের সুসজ্জিত রাজ্য। এই পথে দীর্ঘযাত্রার স্বপ্নও দেখেছে সে।

শেয়ার করুন