বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। এর পাশাপাশি র্যাব-পুলিশের সদস্যরাও তাদের টহল অব্যাহত রেখেছেন বলে জানান মো. মুজিবুর রহমান তালুকদার।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নয়জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম ও ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এর পাশাপাশি নির্বাচনে অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালে চার শত সদস্যের ১৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। এরমধ্যে ১৫ প্লাটুন মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চার প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হবে, যারা বিশেষ প্রয়োজনে বের হবেন।
অপরদিকে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান,তাদের প্রায় তিন শত সদস্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে কাজ করবেন। যার মধ্যে ৩০টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং চারটি টিম রিজার্ভ রাখা হবে।
এরইমধ্যে র্যাবের টহল নগরজুড়ে অব্যাহত রয়েছে পাশাপাশি নগরের প্রবেশদ্বারে তিনটি চেকপোস্ট বসানো হয়েছে।
অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনে পুলিশের দুই হাজারের ওপর সদস্য দায়িত্ব পালন করবেন। মোট সদস্যের মধ্যে দুই হাজার ১৩ জন পুলিশ ও ১৫৬ জন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য রয়েছেন। এছাড়াও আনসারের দুই হাজার ১৫৯ সদস্য কাজ করবে। যাদের মধ্যে ৪৩৭ জন ব্যাটালিয়ন আনসার রয়েছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দুই লাখ ৪২ হাজার ১৬৬ ভোটার ১২৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ১১২টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮জুলাই