নায়িকা জানে না, তাঁর বিয়ে!

0
240
Print Friendly, PDF & Email

তামান্না ভাটিয়াতামান্না ভাটিয়া‘আমি বিয়ে করছি! কে বলল? কোথায় শুনেছেন? এসব হচ্ছেটা কী? কারা ছড়াচ্ছে এসব খবর? আর পারছি না।’ নিজের বিয়ের খবর শুনে এভাবেই খেপেছেন তামান্না ভাটিয়া। তিনি আরও বলেন, ‘আমার বিয়ে নিয়ে নানা খবর ছড়াচ্ছে। এসব খবর দেখে মনে হচ্ছে, আমি শুধু বর খুঁজে বেড়াচ্ছি।’ ভারতের দক্ষিণের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া এই নায়িকার বিয়ের খবর নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে কয়েক দিন ধরেই নানা খবর পাওয়া যাচ্ছে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসককে বিয়ে করছেন তামান্না ভাটিয়া। এ খবরের সঙ্গে সংবাদমাধ্যমগুলো তাঁর মা রজনী ভাটিয়ার দেওয়া তথ্য ব্যবহার করছে। মেয়ের বিয়ের কথা সবাইকে নাকি তিনিই বলেছেন। তিনি জানিয়েছেন, মেয়ের হবু জামাইকে তাঁর খুব পছন্দ হয়েছে।

তামান্না ভাটিয়াতামান্না ভাটিয়া

এদিকে নিজের বিয়ে নিয়ে একের পর এক খবর দেখে বিরক্ত হয়ে গতকাল শুক্রবার এক বিবৃতি দিয়েছেন তামান্না ভাটিয়া। এখানে তিনি বলেছেন, ‘কখনো দেখছি আমার ছবির নায়ককে বিয়ে করছি, কখনো দেখছি ক্রিকেটারের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, আর এবার শুনছি একজন চিকিৎসকের সঙ্গে। এ সবই গুজব।’

প্রেমের ব্যাপারে তামান্না ভাটিয়ার বক্তব্য, ‘প্রেম বিষয়টাকে আমি ভীষণ পছন্দ করি। আপাতত আমি সিনেমাতেই রোমান্স করছি।’

নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করে তিনি বললেন, ‘গুজবকে আমি সমর্থন করি না। আমি এখনো সিঙ্গেল। আমি তাতে বেশ খুশি আছি।’

তামান্না ভাটিয়াতামান্না ভাটিয়ামা রজনী ভাটিয়ার তথ্য দেওয়ার ব্যাপারে জনপ্রিয় এই নায়িকা বলেছেন, ‘এটা মোটেও সত্যি নয়। আমার মা-বাবা মোটেই আমার জন্য পাত্র খুঁজে বেড়াচ্ছেন না।’

‘বাহুবলী’ ছবির নায়িকা তামান্না ভাটিয়া মনে করছেন, তিনি এখন ভালো কাজ করছেন, তাঁর ছবি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পাচ্ছে। এটা অনেকেরই সহ্য হচ্ছে না। হয়তো ইন্ডাস্ট্রিতেই কেউ কেউ তাঁর কাজকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করছে। তিনি যাতে ভালোভাবে কাজ করতে না পারেন, কাজে মন দিতে না পারেন, সেই চেষ্টা করছেন। বললেন, ‘আমি যখন শুটিংয়ে যাচ্ছি, কাজ করছি, দেখি তখনই এ ধরনের খবর ছড়িয়ে পড়ছে। এটা খুব বিরক্তিকর আর তা আমার জন্য অসম্মানজনক। ঠিক করেছি, এবার রাস্তায় নামব আর চিৎকার করে বলব, আমি বিয়ে করছি না।’

তামান্না ভাটিয়াতামান্না ভাটিয়াএ পর্যন্ত কার কার সঙ্গে তামান্না ভাটিয়ার বিয়ের গুজব ছড়িয়েছে? বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, শুরুতে দুজন ক্রিকেট তারকার সঙ্গে তাঁর প্রেম আর বিয়ে নিয়ে নানা রসাল খবর বের হয়। এই দুই ক্রিকেট তারকার একজন ভারতের বিরাট কোহলি আর অন্যজন পাকিস্তানের আবদুর রাজ্জাক। ‘বাহুবলী’ ছবির সাফল্যের পর শোনা যায়, এই ছবির নায়ক প্রভাসকেই তিনি বিয়ে করছেন। আর এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকের সঙ্গে।

বলিউডের ব্যবসাসফল ছবি ‘কুইন’ এবার তেলেগু ভাষায় রিমেক হচ্ছে। ছবিতে নায়িকা চরিত্রে থাকছেন তামান্না ভাটিয়া। এ ছাড়া তিনি ভেনকাটেশ আর বরুণ তেজের সঙ্গে আরও দুটি তেলেগু ছবিতে কাজ করবেন।

শেয়ার করুন