বঙ্গোপসাগরে জেলে বহরে গণডাকাতি, ২০ জেলে অপহরণ

0
160
Print Friendly, PDF & Email

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে দুর্বলারচর এলাকায় জেলে বহরে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুক্তিপণের দাবিতে দু’টি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা। শনিবার (২৮ জুলাই) ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, শনিবার ভোর রাতের দিকে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে ঘুমিয়ে ছিল। এ সময় অস্ত্রধারী একদল দস্যু জেলে বহরে হামলা চালিয়ে ডাকাতি করে সর্বস্ব লুটে নেয়। এসময় ট্রলার এফবি মা-জননীর মাঝি খোকন, নিজাম ও এফবি ইমরান ট্রলারের মাঝি খলিলসহ অন্তত ২০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি।

বিডি প্রতিদিন/২৮ জুলাই

শেয়ার করুন