রাজশাহী আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহীরাজশাহী আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহীরাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচনের প্রচারকাজ শুরু হওয়ার পর থেকে বিএনপি আমাদের সম্পর্কে অপপ্রচার চালানোর কৌশল নিয়েছে। এখন পর্যন্ত তারা শতাধিক অভিযোগ করেছে। বলে বেড়াচ্ছে—ভোট করে কী হবে, নৌকা তো জিতেই আছে। নির্বাচন সুষ্ঠু করার ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই ইত্যাদি ইত্যাদি।’
নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি অপকৌশল গ্রহণ করছে বলে খায়রুজ্জামান মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার জানামতে, এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে পুলিশ তাদের (বিএনপি) ২০-২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে। তারা বলে বেড়াচ্ছে, কয়েক শ কর্মীকে আটক করা হয়েছে। আমরা জানি, সব কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো জনবল বিএনপির নেই। নিজেদের এই দুর্বলতা ঢাকার জন্য তারা গ্রেপ্তারের অপপ্রচার চালাচ্ছে। বলছে, আমরা নাকি তাদের এজেন্টের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছি।’
খায়রুজ্জামান লিটন বলেন, ‘রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেএমবির স্রষ্টা, বাংলা ভাইয়ের স্রষ্টা। তাঁর কর্মিসভায় তাঁদের লোকজনই বোমা ফাটিয়ে আমাদের ওপর দায় চাপিয়েছে। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। জানাজানি হয়ে গেছে, বোমা তারা ফাটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সর্বশেষ আমাদের কোণঠাসা করার জন্য বুলবুল (বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল) গুলিবিদ্ধ হয়েছেন বলে ফেসবুকে অপপ্রচার চালানো হয়।’
খায়রুজ্জামান লিটন বলেন, ‘তাঁরা এখন বলে বেড়াচ্ছেন, আমরা নাকি ভোটের আগেই বাক্স ভর্তি করে রাখব। সেটাই যদি হয়, তবে ভোট করছে কেন? অভিযোগ নিয়ে কোর্টে যাচ্ছে না কেন?’