নাটোরে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

0
402
Print Friendly, PDF & Email

নাটোরের বাগাতিপাড়ায় টেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের এবং গুরুদাসপুরে আম গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত আরো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

অপরদিকে নাটোরের বাগাতিপাড়ার মালিগাছা এলাকায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মালিগাছা রেলগেটের অদূওে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে।

গুরুদাসপুর থানার এস আই তারেকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় নয়াবাজার এলাকায় একটি আমগাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন