নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রী ফেন্সিডিলসহ আটক

0
287
Print Friendly, PDF & Email

নাটোরের গুরুদাসপুরে সামিয়া আকতার ওরফে নিলা নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ২৫বোতল ফেন্সিডিলসহ আটক করেছে থানা পুলিশ। আটক নিলা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালিগঞ্জ বোকা পাড়ার মোঃ সেলিম রেজার মেয়ে ও কালিগঞ্জ বাবু পাড়ার হাবিবুর রহমানের স্ত্রী। সে ঢাকার এশিয়া ইউনিভার্সিটির বিবিএ এর ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার বিশ্বরোড মোড়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের (ঢাকা-মেট্রো-ব-১৫-২২৪৭) নম্বর বাসে তল্লাসী চালিয়ে সামিয়া আকতার ওরফে নিলা নামের ঢাকার এশিয়া ইউনিভার্সিটির বিবিএ পড়ুয়া ছাত্রীকে আটক করা হয়েছে। আটকের পর তার ব্যাগ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন