–
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাঁচতলার একটি বাথরুম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, দুপুরের দিকে বাথরুমে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি দেশীয় অস্ত্র দেখতে পান কিছু শিক্ষার্থী। এসময় হল কর্তৃপক্ষকে জানালে তারা সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম জানান, কে বা কারা হলের বাথরুমে অস্ত্রগুলো রেখে যায়। খবর পেয়ে প্রক্টরের নেতৃত্বে প্রশাসন ও হল কর্মকর্তারা সেগুলো উদ্ধার করেন। আমি নিজেও গিয়েছি সেখানে। অস্ত্র কারা রাখতে পারে এমন প্রশ্নের জবাবে প্রভোস্ট বলেন, কে বা কারা রেখে গেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।